শনিবার পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল শনিবার (২৯ মার্চ) চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) বক্তব্য দেবেন। আজ শুক্রবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
আবুল কালাম আজাদ মজুমদার জানান, অধ্যাপক ইউনূস শনিবার সকাল ১০টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। পিকিং বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
এর আগে, অধ্যাপক ইউনূস বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। প্রধান উপদেষ্টাসহ তাঁর সফর সঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও হাইনান প্রদেশের ভাইস গভর্নর লিউ দেং শান বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।
চার দিনের সফর শেষে প্রধান উপদেষ্টার শনিবার (২৯ মার্চ) দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)