গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাহিদুল ইসলাম ভূঁইয়া হৃদয় নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী বিদেশে থাকেন। তিনি দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা পরিশোধ করতে গৃহবধূ বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদয়ের বাড়িতে গেলে তাকে ধর্ষণচেষ্টা করা হয়। এ সময় ভুক্তভোগী গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী হৃদয়ের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে রাতেই অভিযান চালিয়ে আসামি হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ হৃদয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর