কুড়িগ্রাম সীমান্তে অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে পাঁচটি বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (১৪ মার্চ) দিনগত রাতে এসব বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাতে উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বন্দুক ও গোলাবারুদ পাচার হবে—এমন তথ্য পায় বিজিবি। পরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ও দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের ১৯ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমানা পিলার-৯৮৫ এর সাবপিলার ৩-এর নিকট দিয়ে কয়েকজনকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখা যায়। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় টহল দল তাদের আটকের চেষ্টা করে। সন্দেহভাজন ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ সময় বিজিবির টহল দল ঘটনাস্থলে তল্লাশি করে পাঁচটি ভারতীয় এনএক্স-২০০ এথেনা বন্দুক, একটি ভারতীয় পিস্টন অ্যাসেম্বলি ও ৩৩ হাজার ১০০ পিস ভারতীয় সিসা গুলি (গোলাবারুদ) উদ্ধার করে। এ ছাড়া একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বন্দুক ও গোলাবারুদ পাচারের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। সীমান্ত দিয়ে চোরাকারবার ও অস্ত্র পাচার রোধে তৎপর রয়েছে বিজিবি।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)