কুষ্টিয়ায় আখড়াবাড়িতে তিন দিনব্যাপী লালন উৎসব শুরু হচ্ছে আজ
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ বাউল সম্রাট ফকির লালন শাহর এই আধ্যাত্মিক বাণীর শ্লোগানে ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে শুরু হচ্ছে তিন দিনব্যপী লালন উৎসব।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রালয়ের উপদেষ্টা মিজ ফরিদা আক্তারের এই উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে। প্রতিবারের মতো এবারও আধ্যাত্মিক গুরু ফকির লালনকে স্মরণ ও তার দর্শন পাওয়াসহ জ্ঞান সঞ্চয়, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে দেশ-বিদেশের হাজারো লালন অনুসারী, ভক্ত অনুরাগী আর দর্শনার্থীরা আখড়াবাড়িতে এসে জড়ো হয়েছেন। সাধু বাউলদের গানে গানে মুখড়িত হচ্ছে আখড়াবাড়ি। খণ্ড খণ্ড আস্তানায় চলছে লালন ভক্ত অনুরাগীদের মিলন মেলা।
এবারও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি ১৭, ১৮ ও ১৯ অক্টোবর এই তিন দিনব্যাপী লালন উৎসবের আয়োজন করেছে। প্রতিদিনই আখড়াবাড়ির মূলমঞ্চে আলোচনা সভার পাশাপাশি একাডেমির শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করবেন। অন্যদিকে, আখড়াবাড়ি চত্বরে কালী নদীর তীরে মাঠে বসেছে বিশাল লালন মেলা। আর এই উৎসবকে নির্বিঘ্ন করতে সিসি টিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার স্থাপনসহ কয়েকস্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শারমিন আক্তার বলেন, ইতোমধ্যে লালন উৎসব আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই উৎসবকে ঘিরে আখড়াবাড়িতে লাখো মানুষের সমাগম হয়। সবাই খুব সুন্দরভাবে তিন দিনের এই লালন উৎসব উপভোগ করতে পারবেন বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
আজ থেকে শুরু হওয়া লালন উৎসব শেষ হবে আগামী ১৯ অক্টোবর রাতে।

                  
                                                  সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া