সাভারে দুই সাবেক এমপিসহ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে এক স্কুলছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ আগস্ট) আশুলিয়ার চিত্রশাইল গ্রামের সাহিদ হাসান মিঠু বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন।
গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সাভারে এই প্রথম দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হলো।
মামলায় প্রধান আসামি দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা -১৯ (সাভার-আশুলিয়া) আসনের সদ্য সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ।
এছাড়াও মামলায় আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ভূঁইয়া, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার এবং পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পারভেজ দেওয়ানসহ ১১৯ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।
মামলায় উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট সাভার বাইপাইল এলাকায় আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। এসময় সাইফুল ইসলাম ও তালুকদার তৌহিদ জং মুরাদসহ আসামিদের নেতৃত্বে অন্যান্য আসামিরা আল-সাবু নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধরে লাঠিপেটা ও গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। সাবু স্থানীয় শাহীন স্কুলের দশম শেণির ছাত্র ও আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার এনাফ নায়েদ জাকিরের ছেলে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

জাহিদুর রহমান