কাল ঢাকায় আসছেন ভুটানের রাজা
 
          জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক        
          ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আগামীকাল সোমবার (২৫ মার্চ) পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন। সফরকালে তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নেবেন। তার সফরে কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রাজার আগামন উপলক্ষে রাজধানীতে তার ছবি সম্বলিত ব্যানার ফ্যাস্টুন সাঁটানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের সময় রাজা খেসার নামগিয়েল ওয়াংচুক বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথক বৈঠক করবেন।
আরও জানানো হয়েছে, পাঁচ দিনের সফর শেষে আগামী ২৯ মার্চ ভুটানের রাজা ঢাকা ত্যাগ করবেন।

 
                   নিজস্ব প্রতিবেদক
                                                  নিজস্ব প্রতিবেদক
               
 
 
 
