মাদারীপুরে মাসব্যাপী পৌর বাণিজ্য মেলা উদ্বোধন
মাদারীপুরের শিবচরে মাসব্যাপী পৌর বাণিজ্য মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার রাতে দাদা ভাই উপশহর মাঠে এই মেলা উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও তাঁর সহধর্মিণী জিনাত পারভীন চৌধুরী।
উদ্বোধনের দিনই মেলায় দর্শনার্থীদের ঢল নামে। শিশু-কিশোর, নারী-পুরুষসহ শতশত মানুষের মিলন মেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ। চলে গভীর রাত পর্যন্ত কেনাকাটা।
জানা যায়, জেলার শিবচর দাদা ভাই উপশহর মাঠে মাসব্যাপী এই পৌর বাণিজ্য মেলার আয়োজন করে পৌরসভা।
উদ্বোধনের পর মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন চিফ হুইপ ও অতিথিরা।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. রব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।
মেলায় শতাধিক স্টলে নানা রকমের দোকানের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মেয়েদের সাজগোজের বিভিন্ন পণ্য, শিশুদের খেলনাসহ নানা রকমের খাবারের দোকান। মেলায় কাঠের তৈরি নানা পণ্যের দোকান দেখা গেছে। এ ছাড়া সার্কাস, নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও রয়েছে মেলায়।

এম. আর. মুর্তজা, মাদারীপুর