কুমিল্লায় পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে খুন
 
          কুমিল্লায় খুন হওয়া যুবক মাজহারুল মাছুম। ছবি : এনটিভি        
          কুমিল্লায় পাওনা টাকা চাওয়ায় মাজহারুল মাছুম (২৬) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত মাছুমকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাশ জানান, এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।

 
                   মাহফুজ নান্টু, কুমিল্লা
                                                  মাহফুজ নান্টু, কুমিল্লা
               
 
 
 
