কুষ্টিয়ায় বিএনপির মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ
 
          বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শনিবার সন্ধ্যার পর কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে  মশাল মিছিল করে। ছবি : এনটিভি         
          সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল রোববার থেকে দেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ সফল করতে কুষ্টিয়ায় ঝটিকা মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যার পর কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই মিছিলটি করে নেতাকর্মীরা।
মিছিল থেকে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়াও শহরতলীর ত্রিমোহনী এলাকায় আরেকটি ঝটিকা মশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে এতথ্য জানা গেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, হঠাৎ করেই কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ঝটিকা মশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 
                   সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
                                                  সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
               
 
 
 
