ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, বাড়ছে শীতের তীব্রতা
প্রক্রিতিতে চলছে হেমন্তের বিদায়ের সুর। প্রতিদিন একটু একটু করে বাড়ছে শীতের অনুভূতি। কুয়াশায়, হিমেল হাওয়ায় দেশের উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র হচ্ছে শীত। দুই-একদিনের মধ্যেই তা ঝেঁকে বসতে পারে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ রোববার (১০ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়, রংপুর, ফরিদপুর, রাজশাহীসহ বিভিন্ন জেলার জনপদ।

এনটিভি অনলাইন ডেস্ক