মানিকগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল
বিএনপিসহ সমমনা বিরোধীদলগুলোর অষ্টম দফার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ বুধবার (২৯ নভেম্বর)। অবরোধের সমর্থনে পৌরসভার আন্ধারমানিক এলাকায় আজ সকারে মিছিল করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া হেমায়তপুর-সিংগাইর আঞ্চলিক সড়কের কেওয়ার জানি এলাকায় আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, বিরোধী দলগুলোর ডাকা অবরোধে আজ ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার কোনো বাস দেখা যায়নি। অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, যাত্রী সংকট রয়েছে। মানিকগঞ্জ শহরে ইজিবাইক ও অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। খুলেছে কাঁচাবাজার-দোকানপাট। ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও পারাপারের জন্য গাড়ি নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির ঘাট কর্তৃপক্ষ ।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ‘সবকিছু স্বাভাবিক রয়েছে। শুনেছি বিএনপির নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করেছে। তবে, আমাদের চোখে বিষয়টি পড়েনি।’

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ