ঘূর্ণিঝড় মিধিলি : কুমিল্লায় ঘরে গাছ পড়ে দুজনের মৃত্যু
কুমিল্লার লালমাইয়ে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে গতকাল শুক্রবার গাছ পড়ে ঘর ভেঙ্গে যায়। ছবি : এনটিভি
কুমিল্লার লালমাইয়ে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ঘরের ওপর গাছ পড়ে দুজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার বেলঘর ইউনিয়নের ধানোরা গ্রামে পৃথক ঘটনায় মারা যান তারা।
নিহতরা হলেন–ওই গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন (৪৫) ও মোসা. আনোয়ারা বেগম (৭০)।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস বলেন, ‘ঘূর্ণিঝড়ে ঘরের ওপর গাছ পড়ে ঘুমন্ত অবস্থায় দুজন মারা গেছেন। রাতে এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় খবরটি আজ দুপুরে জানতে পেরেছি। খবর পেয়ে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করি। দুই পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।’

মাহফুজ নান্টু, কুমিল্লা