মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
 
          মেহেরপুরের গাংনী থানা। ফাইল ছবি        
          মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাঈদ (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে হিজলবাড়িয়া টিপুখালির মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র সাঈদ উপজেলার হিজলবাড়িয়া গ্রামের শাহিনের ছেলে ও গাংনী সূর্যোদয় স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাঈদ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাবলাগাছে সজরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 
                   রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
                                                  রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
               
 
 
 
