জয়পুরহাটে বাসের ধাক্কায় সাইকেল চালক নিহত
প্রতীকী ছবি
জয়পুরহাটের কালাইয়ে ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের ধাক্কায় সাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের কালাই পৌর এলাকার শিমুলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ধনেশ্বর মহন্ত (৭৪)। তিনি কালাই উপজেলার আওড়া হিন্দু পাড়ার মৃত ফোরকান মহন্তের ছেলে।
দুর্ঘটনার পর সড়কের ওপর দূরপাল্লার বাসটি থামিয়ে চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানা হেফাজতে নেয়।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসরে ধাক্কায় সাইকেল চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট