মানিকগঞ্জে ট্রলিচাপায় প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রলির চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশি গ্রামে গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলের এই দুর্ঘটনায় অভিযুক্ত ট্রলি চালক রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের দেশগ্রাম গ্রামের মেহের আলীর ছেলে সজিব হোসেন (২০) ও একই গ্রামের দেলোয়ার হেসেনের ছেলে মো. রনি হোসেন (২০)। তারা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের একাদশ শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিল্লি বাজার থেকে মালবোঝাই একটি ট্রলি নিয়ে বেপোরোয়া গতিতে ধামশ্বর বাজারে যাচ্ছিলেন চালক রুবেল মিয়া। একই সময়ে মোটরসাইকেলযোগে তিল্লী বাজারের দিকে যাচ্ছিলেন সজিব ও রনি। বিকেলে সাড়ে ৪টার দিকে আকাশি এলাকায় পৌঁছালে যান দুটির সংঘর্ষ হয়। এ সময় মোরসাইকেলের ওপর ওঠে যায় ট্রলিটি। এতে গুরুত্বর আহত হয় ওই দুই শিক্ষার্থী।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া মুমূর্ষু অবস্থায় রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শেখ ফরিদ হোসেন বলেন, ‘ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রনি নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে স্বজনেরা জানিয়েছেন। এর আগে নিহত কলেজছাত্র সজিবের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় ট্রলির চালক রুবেল মিয়াকে আটক করা হয়েছে জানিয়ে শেখ ফরিদ হোসেন বলেন, ‘এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ