ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশ
ময়মনসিংহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। ছবি : এনটিভি
বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল ৪টায় শহরের কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।
শান্তি সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজিব, যুগ্ম আহ্বায়ক হুমাইয়ুন কবীর হিমেল, মহানগরের আব্দুল আউয়াল মিন্টু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমনসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাস মোকাবিলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের রুখে দাঁড়াতে হবে।

আইয়ুব আলী, ময়মনসিংহ