এনটিভি দিন দিন বেশি জনপ্রিয় হচ্ছে : জি এম কাদের
এনটিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী (৩ জুলাই, সোমবার) উপলক্ষে এক বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনটিভির সংশ্লিষ্ট সবার প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দেখতে দেখতে এনটিভির ২০ বছর পার হয়ে গেল। এই ২০ বছরে এনটিভির সব কিছুর মান আরও ভালো হয়েছে এবং দিন দিন আরও বেশি জনপ্রিয় হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, এই সেদিন এনটিভির যাত্রা শুরু হলো। অনেক জাঁকজমকপূর্ণ করে শুরু হয়েছিল এনটিভি। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে তারা এগিয়ে গেছে। কিন্তু প্রতিদিনই আমি দেখেছি তারা সামনের দিকে এগিয়ে গেছে। তাদের সব কিছুর মান ভালো হয়েছে এবং তারা বেশি বেশি জনপ্রিয় হয়েছে।
জি এম কাদের বলেন, আশা করি, সামনের দিনগুলোতে এই ধারাবাহিকতা বজায় থাকবে। গণমাধ্যম হিসেবে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে এবং দেশ ও জাতির সেবা দিয়ে যাচ্ছে। এটা তারা ধরে রাখার পাশাপাশি সামনের দিকে আর উন্নততর করবে বলে আমার প্রত্যাশা।

এনটিভি অনলাইন ডেস্ক