সাংবাদিক নাদিম হত্যা : ইউপি চেয়ারম্যান বাবু সাময়িক বরখাস্ত
 
জামালপুরে বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত উপজেলার ৪নং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। একইসঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ হতে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার (১৯ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। নোটিশ পাওয়ার ১০ কার্য দিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান বাবুকে জবাব দিতে বলা হয়েছে।
বরখাস্ত সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম আজ স্বাক্ষর করেন।
গত বুধবার রাতে বকশীগঞ্জে বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মারা যান তিনি। ময়নাতদন্তের পর গত শুক্রবার উপজেলার নিলক্ষিয়ার গোমেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে নাদিমের মরদেহ দাফন করা হয়। গত শনিবার নিহতের স্ত্রী মনিরা বেগম ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
হত্যার নির্দেশদাতা ইউপি চেয়ারম্যান বাবুকে র্যাব গত শনিবার পঞ্চগড় থেকে গ্রেপ্তার করে র্যাব।

 
                   নিজস্ব প্রতিবেদক
                                                  নিজস্ব প্রতিবেদক
               
 
 
 
