গোবিন্দগঞ্জে স্বামীর মারপিটে স্ত্রীর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্বামীর মারপিটে লাকি বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুনদিয়া গ্রামের স্বামী রাজু মিয়ার বাড়ি থেকে লাকির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানান, শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর মারপিটে ঘটনাস্থলেই লাকির মৃত্যু হয়। পরে অবস্থা বেগতিক দেখে রাজুসহ বাড়ির লোকজন পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন,সকালে স্বামীর বাড়িতে লাকির লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা শামছুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা