ট্রাকের ধাক্কায় সিরাজগঞ্জে কৃষক দলের ২ নেতা নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কৃষক দলের দুই নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ঘুড়কা নাহার অ্যাগ্রো কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক দলের নেতা ওমর ফারুক (৩৫) রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া গ্রামের মৃত বিরু শেখের ছেলে। তিনি ৭নং ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক। অপর নিহত কৃষক দলের নেতা ফরিদুল ইসলাম (৩০) একই গ্রামের আকবর আলীর ছেলে। তিনিও একই ওয়ার্ডের কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিতে চার-পাঁচটি মোটরসাইকেলে করে কয়েকজন নেতাকর্মী রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে হাটিকুমরুলের দিকে আসছিলেন। মোটরসাইকেলগুলো ঘুড়কা নাহার অ্যাগ্রো কোম্পানির সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ফরিদুল ইসলামের মৃত্যু হয়।
ওমর ফারুকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ