চাঁপাইনবাবগঞ্জে র্যাব-বিজিবির অভিযানে গ্রেপ্তার ৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আলাদা অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার উপজেলার খাসেরহাট ও চরহাসানপুর এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে দাবি করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জেনারুল ইসলাম (২৭), বাবুল (২০), জুয়েল (২৪) ও সাহাবুদ্দিন (২২)।
র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিবগঞ্জের সীমান্তবর্তী খাসেরহাট বাজার এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে বলে খবর পায় র্যাব। এর ভিত্তিতে গতকাল বিকেলে র্যাব-৫-এর একটি দল অভিযান চালায়। সে সময় জমিনপুরের জেনারুল ইসলামকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয়টি গুলিসহ গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ বিজিবি-৯-এর অধিনায়ক এস এম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ক্যাম্পপাড়ার চরহাসানপুরে বাবুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির একটি ঘরের মাটিতে পুঁতে রাখা প্যাকেট থেকে একটি পিস্তল ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক বাবুলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বিজিবির এই কর্মকর্তা আরো জানান, চারজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আলাদা মামলা করেছে র্যাব ও বিজিবি।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ