রংপুরে রাস্তার বাস পাশের দোকানে, নিহত ২
রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজীরহাট নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আজ সোমবার বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই মহাসড়ক অবরোধ করে রেখেছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, বেলা ৩টার দিকে রংপুর থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস নগরীর হাজীরহাট বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে দুজন মারা যায় এবং বেশ কয়েকজন আহত হয়। এতে বাসটিও ক্ষতিগ্রস্ত হওয়ায় বাসের যাত্রীরাও আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
জাকির হোসেন জানান, মহাসড়কে অবরোধ তুলে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ সেখানে পৌঁছেছে।

এ কে এম মঈনুল হক, রংপুর