কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত থেকে মাদক ও জিরা জব্দ
কুড়িগ্রামের কাশিপুর, রামখানা ও গোড়কমণ্ডল সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য এবং যাত্রাপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানায়, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর বিওপির নায়েক সুবেদার মো. মর্তুজা আলীর নেতৃত্বে টহল দল মঙ্গলবার রাতে সীমান্তের মেইন পিলার ৯৪৪-এর ৭ এস থেকে আনুমানিক ৭৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ অনন্তপুর নামক স্থানে অবস্থান নেয়। এ সময় একজন লোক মাথায় কার্টন নিয়ে সেখানে আসার পর টহলদলের উপস্থিতি বুঝতে পেরে কার্টন মাটিতে ফেলে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবির টহলদল ৪২ বোতল ফেনসিডিল জব্দ করতে সক্ষম হয়।
এদিকে ফুলবাড়ীর রামখানা বিওপির নায়েক মো. আনিসুর রহমানের নেতৃত্বে শাহাটারী নামক স্থান থেকে ৩৫ বোতল ফেনসিডিল এবং গোড়কমণ্ডল বিওপির নায়েক মো. তাজুল ইসলামের নেতৃত্বে বেড়িবাঁধ থেকে ৩০ বোতল ভারতীয় হ্যাপি গোল্ড মদ জব্দ করেছে।

অপরদিকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর সীমান্তের সুবেদার মো. কামরুল আহসানের নেতৃত্বে যাত্রাপুর নদীর ঘাট নামক স্থান থেকে ভারতীয় ৩৫ কেজি বাবা জিরা জব্দ করেন বিজিবি সদস্যরা।
কুড়িগ্রামে বিজিবির ৪৫ ব্যাটালিয়নের পরিচালক মো. জাকির হোসেন জানান, জব্দ করা মদ ও ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং জিরা কাস্টমস কার্যালয়ে জমা করা হয়েছে।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম