‘যাঁরা সমাজকে নেতৃত্ব দেন, তাঁরাই হাতিতে চড়েন’
তিন মাস ধরে চট্টগ্রামের সাবেক মেয়র এম মনজুর আলম পেট্রলবোমা দিয়ে মানুষ হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিগত তিন মাস ধরে মেয়র মনজুর পেট্রলবোমা মেরেছেন। এতে পয়সাকড়ি দিয়েছেন। সেই পেট্রলবোমাবাজদের ভোট দেওয়া যায় না।’
আজ শনিবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাসির উদ্দিনের সমর্থনে ইস্পাহানী মোড়সহ বেশ কয়েকটি স্থানে পথসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
গত পাঁচ বছর মেয়র পদে থেকে সদ্য বিদায়ী মেয়র এম মনজুর আলম চট্টগ্রাম মহানগরবাসীকে ‘টক’ বানিয়ে ছেড়েছেন বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘পুরো পাঁচ বছর একজন ব্যর্থ মেয়র ছিলেন মনজুর আলম। মনজুর আলমের পাঁচ বছরে নগরবাসী নাকে রুমাল দিয়ে নাক চেপে ধরে সড়কে চলাচল করেছেন। তাই তিনি টকফল কমলালেবু প্রতীক লাভ করেছেন।’
আ জ ম নাছিরের লটারিতে হাতি প্রতীক বিজয়কে প্রাথমিক বিজয় হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যাঁরা সমাজকে নেতৃত্ব দেন, তাঁরাই হাতিতে চড়েন।’
এ সময় মনজুর আলমের পক্ষে বিএনপির নেতাদের গাড়িবহর নিয়ে প্রচার চালানোর বিষয়টি উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন হাছান মাহমুদ।
পথসভা শেষে ড. হাছান মাহমুদ ইস্পাহানী, লাল খান বাজার, বাগঘোনা, চানমারী রোড, মতিঝর্না এলাকায় সাধারণ মানুষের সাথে আ জ ম নাসিরের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম