কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। ছবি : এনটিভি
মাদক প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি ও মাদক প্রতিরোধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে নাগেশ্বরী পৌর এলাকার মাছুরখামার টেকনিক্যাল মোড়ে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সংগঠনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমেদ, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকু প্রমুখ।
বক্তারা বলেন মাদকসেবীরা নিজেদের সাথে সমাজ ধ্বংস করে। তাই তাদের রুখতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। পরে উপস্থিত সবাই মাদক প্রতিরোধ করার শপথ গ্রহণ করেন।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম