কুড়িগ্রামে ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত
কুড়িগ্রামের রৌমারীতে ট্রলির ধাক্কায় মেহেদী হাসান নামের পঞ্চম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় রৌমারী উপজেলার বাতার মোড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বাতার মোড় গ্রামের মালগাজির ছেলে মেহেদী হাসান সন্ধ্যায় বাড়ির পাশের রাস্তা ধরে হাটছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান নিহত হয়। পরে এলাকাবাসী ট্রলিটি আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ট্রলির চালক পালিয়ে গেছেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রলিটি থানায় রাখা আছে। আমরা এর চালককে খুঁজছি।’

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম