উত্ত্যক্তকারীকে গ্রেপ্তারের দাবিতে তিন কিলোমিটার মানববন্ধন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক উত্ত্যক্তকারীকে গ্রেপ্তারের দাবিতে প্রায় তিন কিলোমিটার রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালারহাট বাজারে বিক্ষোভ মিছিল শেষে প্রায় দুই হাজার শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা দাখিল মাদ্রাসা, পূর্ব ফুলমতি উচ্চ বিদ্যালয়, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন।
এ ছাড়া নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাছেন আলী এবং বিএনপি মনোনীত প্রার্থী মুসাব্বের আলী মুসাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন।
বক্তারা অবিলম্বে উপজেলার পশ্চিম বালাটারী গ্রামের বখাটে মিঠু মিয়াকে গ্রেপ্তারের দাবি জানান।
অভিযোগ রয়েছে, গত ১০ এপ্রিল বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালান মিঠু মিয়া।
এ ঘটনায় ১১ এপ্রিল ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। তখন থেকে মিঠু মিয়া পলাতক। পাশাপাশি মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত বাদীপক্ষকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম জানান, আসামি মিঠু মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম