পঞ্চগড়ে হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল এক ব্যক্তির
পঞ্চগড়ে হঠাৎ বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রায় একই সময়ে আহত হয়েছেন আরো একজন।
গতকাল সোমবার রাতে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের নগর সাকোয়া গ্রামে এ দুটি ঘটনা ঘটেছে।
সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ জানান, গত রাতে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ভ্যানচালক হাসিবুল ইসলাম ওরফে রফিকুল (৪৬) মারা যান। অন্যদিকে প্রায় একই সময়ে ভুট্টাক্ষেত পাহারা দেওয়ার সময় জমসের আলী (৪৫) নামের এক ব্যক্তি আহত হন। আহত জমসেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আহত ও নিহত দুই ব্যক্তিই নগর সাকোয়া এলাকার বাসিন্দা।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়