ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী
প্রায় শত বছরের পুরোনো কুড়িগ্রামের ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
‘মুক্ত করো মন-শক্ত করো বন্ধন’ স্লোগানের মধ্য দিয়ে আজ শুক্রবার সকালে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ ড. মো. রেজাউল হক।
স্থানীয় সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা চেয়ারম্যান খোকন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহারুল ইসলাম, ভুরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পুনর্মিলনীতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেয়। তারা স্কুলের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম