মেয়ের মা হলেন টিউলিপ
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক মেয়েসন্তানের মা হলেন। আজ শনিবার এক টুইট বার্তায় তিনি তাঁর সন্তানের আগমনের ঘোষণা দেন।
টিউলিপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে তিনি।
লন্ডনের রয়্যাল ফ্রি এনএইচএস হাসপাতালে মেয়ের মা হন টিউলিপ। তিনি হাসপাতালটির স্টাফদের প্রশংসাও করেছেন টুইটে। এরই মধ্যে তাঁর মেয়ের নামও রেখেছেন- আজালিয়া জয় পার্সি।
টুইট বার্তায় টিউলিপ বলেন, ‘ক্রিস পার্সি আর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের মেয়ে আজালিয়া জয় পার্সি জন্মগ্রহণ করেছে।’

গত মে মাসে অনুষ্ঠিত যুক্তরাজ্য পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি থেকে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে জয়ী হন টিউলিপ। তাঁর স্বামী ব্রিটিশ নাগরিক ক্রিস পার্সি।

অনলাইন ডেস্ক