কুমিল্লায় ঘরে ঢুকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ!
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শারীরিক প্রতিবন্ধী কিশোরীর বাবা দাউদকান্দি মডেল থানায় মামলা করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ রাতেই আসামি মো. শরীফ মিয়াকে (২২) গ্রেপ্তার করে। আজ সোমবার কুমিল্লা আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, গ্রেপ্তার হওয়া শরীফ গতকাল দিবাগত রাত ২টার দিকে গ্রামের এক বাড়িতে ঢুকে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকার শুনে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এসে শরীফকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা