চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম তরিকুল ইসলাম। জেলার শিবগঞ্জ উপজেলার জামাইপাড়া গ্রামে তাঁর বাড়ি।
বিজিবির ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, রোববার দিবাগত রাতে ওয়াহেদপুর সীমান্তের ১৬/৪-এস পিলারের কাছ দিয়ে পাঁচ-ছয় বাংলাদেশি ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের বিএসএফের ২০ ব্যাটালিয়নের চাঁদনীচক ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তরিকুল গুলিবিদ্ধ হন। তাঁর সহযোগীরা উদ্ধার করে বাড়ি নিয়ে গেলে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় বিএসএফের কাছে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ