কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস
কুমিল্লায় ৮৫ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন।
গতকাল রোববার দুপুরে বিজিবি ১০ ব্যাটালিয়নের সদর দপ্তরের মাঠে মাদক দ্রব্যগুলো ধ্বংস করা হয়।
২০১৫ সালের মার্চ থেকে চলতি বছরের ১০ মার্চ পর্যন্ত সময়ে কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মাদক আটক করা হয়েছিল।
মাদক ধ্বংসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোখলেসুর রহমান, কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) হাসানুজ্জামান কল্লোলসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় বিজিবি জানায়, পাঁচ হাজার ৩০৪ কেজি গাঁজা, ২২ হাজার ৮৯৩ বোতল ফেনসিডিলসহ ১১ ধরনের মাদক ধ্বংস করা হয়।
ওই সময় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় বিজিবি।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা