দেবীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাসায় হামলা
হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাশিদুল ইসলামের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মুন্সিপাড়ার গ্রামের বাড়িতে হামলা চালায়।
দুর্বৃত্তরা তাঁর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপসহ বাড়ির প্রবেশ গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাব ভাংচুর করে। এ সময় রাশিদুলকে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয় এলাকাবাসী দেবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
রাশিদুল ইসলাম হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তাঁর গ্রামের বাড়ি মুন্সিপাড়ায়। দুর্বৃত্তদের হামলার সময় তাঁর বাবা ও মা ছাড়া বাসায় আর কেউ ছিল না।
রাশিদুল ইসলামের বাবা লিয়াকত আলী জানান, দুর্বৃত্তরা বাসার সামনে এসে চিৎকার-চেঁচামেচি করে রাশিদুলকে ডাকছিল। সে না থাকায় ইটপাটকেল নিক্ষেপ করে বাড়িতে প্রবেশ করে আসবাব ভাংচুর করে চলে যায়। এ সময় দুর্বৃত্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। দুর্বৃত্তদের ঠেকাতে প্রতিবেশী সাদ্দাম হোসেন এগিয়ে এলে তাঁর বাসায়ও হামলা চালায় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে রাশিদুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। আমি প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত। সম্ভবত তারা আমাকে হত্যা করার উদ্দেশ্যেই বাসায় হামলা চালিয়েছে।’ তিনি আরো জানান, গত ২৯ ফেব্রুয়ারি দেবীগঞ্জ বাজারে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছিল।
খবর পেয়ে দেবীগঞ্জ থানার এসআই ফজলার রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার মহন্ত বলেন, ‘রাশিদুল ইসলামের বাসায় হামলার খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়