কুমিল্লায় শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ২
কুমিল্লার মনোহরগঞ্জে রিয়াদ হোসেন (৯) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
রিয়াদ উপজেলা সদরের দিশাবন্দ পশ্চিমপাড়া এলাকার রেস্টুরেন্ট কর্মচারী খোকন মিয়ার ছেলে। সে স্থানীয় দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুতীয় শ্রেণির ছাত্র।
এই ঘটনায় নিহত রিয়াদের বাবা খোকন গতকাল সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সন্দেহভাজন হিসেবে রাতে আলমগীর (২২) ও ফারুক (১৩) নামের দুজনকে আটক করা হয়।
আজ বুধবার বিকেলে এ দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই মোজাম্মেল হক মুখ্য বিচারিক হাকিমের ৬ নম্বর আমলি আদালতে দুজনের সাতদিনের রিমান্ড আবেদন করে। বিচারক মোহাম্মদ ফাহাদ বিন আমিন চৌধুরী আলমগীরকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। আর শিশু ফারুককে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সাদেকুর রহমান জানান, মনোহরগঞ্জ বাজারের পূর্বপাশে রাজের গড়স্থানে ওই শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে লাশটি উদ্ধার করে মনোহরগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, শিশুটির কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা