একটি বাস কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ
কুড়িগ্রামে বাসের চাপায় এক ব্যক্তি ও তাঁর ছেলে নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে তাঁর অপর ছেলে।
আজ সোমবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকার মাছুরখামার-জামতলা এলাকায় এই ঘটনা ঘটেছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ জানান, আজ সকালে ৯টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কাইট-টারী গ্রামের জাহাঙ্গীর আলম মোটরসাইকেলে করে তাঁর দুই ছেলে মিল্লাত (১১) ও জিয়াকে (৭) নিয়ে স্থানীয় শিশুবিতান স্কুলে যাচ্ছিলেন। পথে পৌর এলাকার জামতলায় পৌঁছালে ঢাকা থেকে ভুরুঙ্গামারীগামী ‘আদর এন্টারপ্রাইজ’ নামের একটি নৈশকোচ মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জিয়া মারা যায়।
জাহাঙ্গীর ও মিল্লাতকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান জাহাঙ্গীর আলম। এ ছাড়া মিল্লাত এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এদিকে দুই ছেলেসহ জাহাঙ্গীর আলমকে চাপা দেওয়া বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম