কুমিল্লায় ২৭টি গ্রামে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি
কুমিল্লা সিটি করপোরেশনের দক্ষিণাংশ ও সদর দক্ষিণ উপজেলার ২৭টি গ্রামে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন গ্রাহকরা। দ্রুত গ্যাস সংকটের সমাধান করা না হলে মহাসড়ক ও রেলপথ অবরোধের হুমকিও দিয়েছেন তাঁরা।
আজ রোববার সকালে কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে ‘গ্যাস সংকট উত্তরণ মঞ্চ’-এর ব্যানারে এক শান্তিপূর্ণ মানববন্ধনে গ্রাহকরা এই দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
মানববন্ধনে গ্যাস গ্রাহকদের কয়েকজন অভিযোগ করেন, প্রতিদিন ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। এ কারণে ওই এলাকার পাঁচ হাজার পরিবারে দৈনন্দিন রান্নায় বিঘ্ন ঘটছে। এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের কাছে বারবার সংকটের কথা জানালেও এই ভোগান্তি থেকে উত্তরণের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
মানববন্ধনে বক্তব্য দেন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল হক স্বপন, কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. হারুনুর রশিদ, মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট নাজনীন আক্তার কাজল প্রমুখ।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা