চান্দিনায় মুক্তিযোদ্ধাদের নামে তিন সড়ক
কুমিল্লার চান্দিনায় তিন মুক্তিযোদ্ধার নামে তিনটি আঞ্চলিক সড়কের নামকরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ এই সড়কগুলোর উদ্বোধন করেন।
সড়ক তিনটির মধ্যে শব্দলপুর মোল্লাবাড়ির সড়ক মুক্তিযোদ্ধা আবদুল বারেক ফকিরের নামে, ইলিয়াসগঞ্জ থেকে তীরচর সড়ক মুক্তিযোদ্ধা আবদুল ওহাব স্বর্ণকারের নামে ও শব্দলপুর প্রাথমিক বিদ্যালয় সড়ক মুক্তিযোদ্ধা মহিতুল ইসলামের নামে নামকরণ করা হয়েছে।
সড়কের উদ্বোধনের পর আলী আশরাফ চান্দিনার শব্দলপুর এম এ হাকিম মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনেরও উদ্বোধন করেন। এখানে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে বাতাঘাসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে বক্তব্য দেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী, চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলে উদ্দিন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, সুহিলপুর ইউনিয়নের আওয়ামী লীগ উপদেষ্টা মো. শাহ আলম মাস্টার, বাতাঘাসি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মোহন, সুহিলপুর যুবলীগ সভাপতি ইমাম হোসেন।

কাজী রাশেদ, চান্দিনা