চান্দিনায় দুই নারী আটক, গাঁজা উদ্ধার
কুমিল্লার চান্দিনায় দুই নারীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে তাঁদের আটক করা হয়।
এ সময় তাঁদের কোমড়ে বাঁধা অবস্থায় সাড়ে ছয় কেজি গাঁজা পাওয়া যায় বলে দাবি করে পুলিশ।
আটক দুই নারীর বাড়ি গাজীপুরের হায়দরাবাদ ও সুগন্ধীবাগ গ্রামে।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস এনটিভি অনলাইনকে জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তিনি এবং এসআই হারুনুর রশিদ ফোর্স নিয়ে কুমিল্লা থেকে ঢাকাগামী চৌদ্দগ্রাম ট্রান্সপোর্ট নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। এ সময় দুই নারীকে সন্দেহ হলে তাঁদের আটক করেন। পরে তাঁদের তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় সাড়ে ছয়কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান স্বপন কুমার দাস।

কাজী রাশেদ, চান্দিনা