সহকারী অধ্যাপক আব্দুল ওহাব আর নেই
পাবনা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুল ওহাব আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ।
মৃত্যুকালে আব্দুল ওহাবের বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার গাঙ্গাহাটি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মরহুম মহির উদ্দিন মাস্টার।
আব্দুল ওহাবের মৃত্যুর খবরে পাবনা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে তার সহকর্মীরা ছুঁটে যান তাঁর গাঙ্গহাটির গ্রামের বাড়িতে।
আজ বিকেল ৩টায় জানাজা শেষে গাঙ্গাহাটি কেন্দ্রীয় গোরস্তানে আব্দুল ওহাবকে দাফন করা হয়।
সহকারী অধ্যাপক আব্দুল ওহাবের মৃত্যুতে পাবনা কলেজের অধ্যক্ষ জু হা মো আতিকুল্লাহ, উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুকসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শোক জানিয়েছেন। তাঁরা এই শিক্ষকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা