ফরিদপুরে অস্ত্র, গুলিসহ একজন আটক
ফরিদপুর শহরের গোয়ালচামট ওয়্যারলেস পাড়ার একটি বাসা থেকে অস্ত্র-গুলিসহ আটক মো. আনোয়ার হোসেন। ছবি : র্যাব
ফরিদপুর শহরের গোয়ালচামট ওয়্যারলেস পাড়ার একটি বাসা থেকে মো. আনোয়ার হোসেন (৩০) নামের একজনকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করছে র্যাব। মঙ্গলবার সকালে র্যাব-৮-এর একটি দল তাঁকে আটক করে।
আটক আনোয়ারের বাড়ি রাজবাড়ীর উত্তর দৌলতদিয়া গ্রামে। তাঁর কাছ থেকে দেশে তৈরি একটি ওয়ান শুটার গান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-৮-এর মেজর মো. মোস্তফা কায়জার জানান, আনোয়ার হোসেন রাজবাড়ী জেলার কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার নামে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় দুটি হত্যা মামলা রয়েছে।
এ ছাড়া তার কাছে অবৈধ অস্ত্র থাকায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর