উলিপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থীর জয়
কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন বিএনপিদলীয় প্রার্থী তারিক আবুল আলা চৌধুরী। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলওয়ার হোসেন আজ মঙ্গলবার রাত ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিএনপির তারিক আবুল আলা চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে আট হাজার ৯৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজাদুর রহমান সাজু নারকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন পাঁচ হাজার ৮৫৪ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আবদুল হামিদ সরকার পাঁচ হাজার ৪৪৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে অনিয়মের অভিযোগে উলিপুরের ১৮টি ভোটকেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে স্থগিত ভোটকেন্দ্র উলিপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা ও নারিকেল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন ভোটাররা। বিকেল ৪টার পর শুরু হয় ভোট গণনা। রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা দেলওয়ার হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম