খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত বোয়ালমারীর সাত সাংবাদিক
ফরিদপুরের বোয়ালমারীতে রাতের বেলা একটি হোটেলে ডাল, রুটি ও ডিম খেয়ে আক্রান্ত হয়েছেন স্থানীয় সাত সাংবাদিক। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
ওই সাংবাদিকরা হলেন সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, দিনকাল প্রতিনিধি আনোয়ার হোসেন, ভোরের ডাক প্রতিনিধি এ কে এম রেজাউল করিম, ইনকিলাব সংবাদদাতা এম এম নূর ইসলাম, দৈনিক খবরের প্রতিনিধি তৈয়বুর রহমান কিশোর, বাংলাদেশ সময় প্রতিনিধি এম এম জামান, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি অয়ন কুমার বিশ্বাস। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে প্রেসক্লাবে জরুরি বৈঠকে শেষ করে তাঁরা বোয়ালমারী চৌরাস্তার (স্টেশন রোডে) চাঁন মিয়ার হোটেলে খেতে বসেন। রুটি, ডিম ও ডাল-ভাজি খেয়ে বাড়ি যাওয়ার পরই সবাই পেটের পীড়ায় আক্রান্ত হন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুজ্জামান বলেন, স্থানীয় হোটেলগুলোতে বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ রয়েছে। ওই হোটেলগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।

সঞ্জিব দাস, ফরিদপুর