যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপির প্রার্থীর অভিযোগ
গণসংযোগের সময় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের দ্বারা বাধা পাওয়ার অভিযোগ করেছেন নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন।
আজ বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শেখ এমদাদুল হক আল মামুন।
সংবাদ সম্মেলনে শেখ এমদাদুল হক আল মামুন জানান, গতকাল বুধবার শহরের বলারিপাড়া ও হরিশপুর এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাঁকে বাধা প্রদান করে এবং এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করে। এ ছাড়া তিনি অভিযোগ করেন শহরের বিভিন্ন এলাকায় তার কর্মীদেরও নানা ভাবা বাধা প্রদান ও হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান শেখ এমদাদুল হক আল মামুন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সহসভাপতি রহিম নেওয়াজ, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন টগরসহ অন্য নেতারা।

হালিম খান, নাটোর