জাহাঙ্গীরনগরে ফের তিনদিনের ধর্মঘট ডাকল ছাত্রদল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফের তিনদিনের ধর্মঘট ডেকেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার এবং ছাত্রদল নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আজ শনিবার সকাল ৮টা থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট পালন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে জাহাঙ্গীরনগর শাখা ছাত্রদলের আটক নেতাদের মুক্তি এবং ক্যাম্পাসে পূর্ণাঙ্গ সহাবস্থানের জোর দাবি জানানো হয়।
গত ২৮ ফেব্রুয়ারি একই দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট ডেকেছিল ছাত্রদল।
২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম ও কেন্দ্রীয় আরেক নেতাকে রাজধানীর কল্যাণপুর থেকে ২০টি পেট্রলবোমাসহ গ্রেপ্তার করা হয় বলে দাবি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ চার দফা দাবিতে ডাকা তিনদিনের ধর্মঘটে ক্যাম্পাসে বেশ কয়েকটি কয়েকটেলের বিস্ফোরণ ও ২৯টি শ্রেণিকক্ষের তালায় সুপার গ্লু লাগানো হয়।এতে জড়িত সন্দেহে ছাত্রদলের বেশ কয়েকজন কর্মীকে মারধর করে ছাত্রলীগ। এঁদের মধ্যে ছাত্রদলের তিন কর্মী জেলহাজতে আছেন।

জাহিদুর রহমান