মেহেরপুরে ফেনসিডিলসহ তিনজন আটক
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ৫০০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে মুজিবনগর-দর্শনা সড়কের রতনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে মুজিবনগর থানার পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন রাজবাড়ী জেলা শহরের আনিস আহম্মেদ (২৫), একই জেলার বলদিয়ার মানিক সর্দার (৩২) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুরের সুমন হোসেন (২৬)।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবদুল জলিল জানিয়েছেন, মেহেরপুর-চুয়াডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ফেনসিডিল সংগ্রহ করে ওই তিন মাদক ব্যবসায়ী। ফেনসিডিলগুলো রাজবাড়ী নেওয়ার উদ্দেশে তারা রতনপুর সড়কের পাশে অবস্থান করছিল। এ সময় পুলিশ ৫০০ বোতল ফেনসিডিলসহ ওই তিন ব্যক্তিকে আটক করে। আটক তিন ব্যক্তির নামে মুজিবনগর থানায় মামলা করে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রেজ আন উল বাসার, মেহেরপুর