পাথরঘাটায় হরিণ ধরার ফাঁদসহ ট্রলার আটক
বরগুনার পাথরঘাটা উপজেলায় হরিণ ধরার নয়টি ফাঁদসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার চরদুয়ানী বাজারের স্লুইসগেট থেকে ট্রলারটি জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এস এ রউফ জানান, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী বাজারের স্লুইসগেট থেকে নামবিহীন একটি ট্রলার আটক করে কোস্টগার্ডের গোয়েন্দা দল। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ফাঁদগুলো জব্দ করেন তাঁরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি তাঁরা। জব্দ করা ফাঁদগুলো ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

সোহেল হাফিজ, বরগুনা