কুড়িগ্রামে ২৬৭ বোতল মদ উদ্ধার
কুড়িগ্রামের যাত্রাপুর এলাকা থেকে গত রাতে ২৬৭ বোতল মদ উদ্ধার করে বিজিবি। ছবি : এনটিভি
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর সীমান্ত এলাকা থেকে ২৬৭ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাতে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, কুড়িগ্রামের যাত্রাপুর তল্লাশি চৌকির (বিওপি) হাবিলদার জাকির হোসেনের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে রাতে যাত্রাপুরের কলাবাগান এলাকায় অবস্থান নেয়। দুজন লোক মাথায় বস্তা নিয়ে ওই স্থানে আসার পর টহল দলকে দেখে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহল দল ২৬৭ বোতল অফিসার চয়েজ মদ আটক করে।
৪৫ বিজিবি ব্যাটালিয়ন, কুড়িগ্রামের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন বলেন, উদ্ধার করা মদের বাজারমূল্য চার লক্ষাধিক টাকা। মদের বোতলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম