চিনিকলের কৃষি বিভাগকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি
চিনিকলগুলোর কৃষি বিভাগকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে নাটোর শহরে মানববন্ধন করেছে দেশের ১৫টি রাষ্ট্রায়ত্ত চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারীরা (সিডিএ)।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নাটোর চিনিকলের সিডিএ নেতা গোলাম জাকারিয়া, ঠাকুরগাঁও চিনিকলের সোহেল রানা, সেতাবগঞ্জ তৈমুর রহমান প্রমুখ। এতে উপস্থিত ছিলেন পাবনা চিনিকল, সেতাবগঞ্জ, মোবারকগঞ্জ, ঠাকুরগাঁও, রাজশাহী, কুষ্টিয়া, নাটোর, নর্থ বেঙ্গলসহ ১৫টি চিনিকলের সিডিএ নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীন দেশের ১৫ চিনিকলের কৃষি বিভাগকে রাজস্ব খাতে স্থানাস্তর করা দরকার। এটা সম্ভব হলে চিনিকলগুলো লোকসানের হাত থেকে রক্ষা পাবে।
বক্তারা আরো বলেন, ভারতে চিনিকলগুলোর কৃষি বিভাগকে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে। তাই বাংলাদেশেও এ ব্যবস্থা নেওয়া জরুরি।

হালিম খান, নাটোর