ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রামগোপালপুরে আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি আবু মো. ফজলুল করিম এনটিভিকে জানান, বাস ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান।
পাশের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর আরো দুজন মারা যান। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আইয়ুব আলী, ময়মনসিংহ